principal

শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ঃ


সংক্ষিপ্ত পরিচিতি

নাম মোঃ ফজলুল হক
পদবি অধ্যক্ষ
ঠিকানা লক্ষীপুর,কাজিপুর,সিরাজগজ্ঞ
অত্র কলেজে যোগদানের তারিখ ৩০/১২/২০১৫
মোবাইল নং ০১৭১২-৫৬৮৩২০
ইমেইল cmcchalitadanga13@gmail.com

কিছু কথা:

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি কাজিপুর উপজেলার মধ্যস্তিত একটি অনন্য ও ব্যতিক্রমধর্মী জ্ঞানচর্চার চরনক্ষেএ । জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে এ শিক্ষা প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছে । ফলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাই অভূতপূর্ব অর্জন করছে । তারা জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ও সন্মানজনক পদে অধিষ্টিত হচ্ছে । এ প্রতিষ্টানে উচ্চশিক্ষা অর্জনের জন্য এইচ.এস.সি, এইচ এস.সি (বি.এম),বি.এ/বি.এস.এস কোর্স চালু রয়েছে । জ্ঞানর্জনকে পরিপূর্ণতা দানের জন্য রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যক্রম । যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটছে । বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে সর্বাধিক গুরুর্ত দিয়েছে । । যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে জ্ঞান বিস্তারে এ মহাবিদ্যালয়টি আরও গতিশীল ও সমৃদ্ধি অর্জন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

অধ্যক্ষ
চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ
কাজিপুর,সিরাজগঞ্জ